• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তোপের মুখে এই ‘ন্যাশনাল ক্রাশ’

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২২, ২১:৩৩
বিনোদন ডেস্ক

‘ন্যাশনাল ক্রাশ’ হওয়া সত্ত্বেও বিতর্কিত মন্তব্যের জেরে ট্রল হচ্ছেন কন্নড় অভিনেত্রী রাশমিকা মন্দানা। তার বলিউড সিনেমা ‘মিশন মনজু’র গান প্রকাশের অনুষ্ঠান দক্ষিণী ছবির গান আর বলিউডের গানের পার্থক্য নিয়ে বলতে গিয়ে এই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘মিশন মনজু’ ছবির গান ‘রব্বা জান্দা’ প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ছবির নায়ক-নায়িকা সিদ্ধার্থ মালহোত্রা ও রাশমিকা মন্দানা। সেখানে রাশমিকা বলেন, ‘বলিউডের রোমান্টিক গান শুনে বড় হয়েছি। রোমান্টিক গান মানেই বলিউড সংগীত। দক্ষিণে আছে কেবল মাসালা ঘরানার গান। শুধু আইটেম সং ও নাচের গান। এটি আমার প্রথম বলিউড রোমান্টিক গান। এটি খুবই ভালো গান। আমি খুবই রোমাঞ্চিত।’

সম্পর্কিত খবর

    এই মন্তব্যে খেপেছেন নেটিজেনরা। টুইটারে ভিডিওটি শেয়ার দিয়ে ‍নানা ধরনের মন্তব্য করছেন তারা। একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘এ কারণেই তাকে কন্নড়ের মানুষ অপছন্দ করেন। তিনি কোনো ভাবনা-চিন্তা ছাড়াই একটি কথা বলে দিলেন।’

    যদিও কেউ কেউ আবার তার পক্ষও নিয়েছেন। তবে ভিডিওটি যতই ভাইরাল হচ্ছে, ততই তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। তাদের অভিমত, দক্ষিণ ভারতীয় ছবির গানকে রাশমিকা কেবল মাসালা আর আইটেম গানের মধ্যেই আটকে ফেলেছে। অথচ রাশমিকারই অভিনীত ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবির রোমান্টিক গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল। কেউ কেউ আবার রাশমিকারই রোমান্টিক গান শেয়ার দিয়ে রাশমিকাকেই বলছে, ‘এই যে দেখো দক্ষিণের রোমান্টিক গান।’

    এর আগেও কন্নড়ের জনপ্রিয় ছবি ‘কান্তারা’ না দেখার কারণে ট্রল হয়েছিলেন রাশমিকা। কারণ তিনি নিজেও কন্নড় অভিনেত্রী।

    রাশমিকাকে দেখা যাবে ‘পুষ্পা’র দ্বিতীয় পর্বে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। যদিও এই বিতর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাশমিকা।

    রাশমিকা মন্দানা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close