• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

‘অপারেশন সুন্দরবন’-এর ৫০ দিন

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২২, ২০:৫৮
বিনোদন ডেস্ক

‘অপারেশন সুন্দরবন সিনেমাটা মুক্তির আগে আমরা এক্সাইটেড ছিলাম। ধারণা করছিলাম, সিনেমাটা হয়তো ভালোর দিকে যাবে। সেটা প্রমাণ হয়েছে। সিনেমাটি ৫০ দিন চলেছে, সব ঠিক থাকলে ১০০ দিনও পার করবে সিনেমাটি।’ বলছিলেন অভিনেতা সিয়াম আহমেদ।

সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে নির্মিত চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন' মুক্তির ৫০ দিন পূর্ণ হল। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে কেক কেটে উদযাপন করা হয় দিনটি। সেখানেই ছবিটি নিয়ে কথাগুলো বলেন সিয়াম।

শনিবারের ওই আয়োজনে র‌্যাবকে ধন্যবাদ দিয়ে সিয়াম আরও বলেন,‘র‌্যাব এমন একটি সিনেমার সঙ্গে ছিল, তারা দর্শকদের সেই সুযোগটা করে দিয়েছে। সিনেমাটা সবাই মিলে দেখা যায়। শহর ও গ্রামের দর্শকদের একইভাবে ভাবায় এবং বিনোদিত করে।’

এই উদযাপন আয়োজনে 'অপারেশন সুন্দরবন' এর পেছনের গল্প নিয়ে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। যেখানে অপারেশন সুন্দরবন সিনেমা নির্মাণের অনেক না বলা গল্প বলা হয়েছে বলে জানানো হয়। বইটির মোড়ক উন্মোচন করেন বরেণ্য অভিনেতা মামুনুর রশিদ। তিনি প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন।

এসময় মামুনুর রশীদ তার বক্তব্যে বলেন, ‘পৃথিবীর সব দেশেই ফোর্স নিয়ে ফিকশন হয়। আমাদের দেশে এর দ্বার বন্ধ। আমাদের দেশে সামরীক বাহিনীকে নিয়ে কোনো নাটক সিনেমা করতে পারিনি। আমি অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে বলেছিলাম, স্বাধীন বাংলাদেশে আমি আমার সেনাবাহিনীর পোশাক পরে অভিনয় করতে পারিনা, কোনো গল্প লিখতে পারিনা। এ সুযোগটা তৈরি হওয়া দরকার।’

অভিনেতা রিয়াজ তার বক্তব্যে বলেন, ‘আজ সিনেমাটি মুক্তির ৫০তম দিনে এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমি ১০০তম দিনেও এখানে এসে দাঁড়াতে চাই এবং আমার মনে হচ্ছে সেটি সম্ভব হবে।’

ছবিটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। কোনো ছবি ৫০ দিন হলে পার করাটা সত্যিই গুরুত্বপূর্ণ মনে করছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘সিনেমাটির ৫০ তম দিনদিকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই। আমি মনে করি, আজকের দিন একজন নির্মাতার ইন্ডাস্ট্রিতে টিকে যাবার দিন।’

অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘অপারেশন সুন্দরবন এমন একটা সিনেমা, যেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, তারপরও সিনেমাটা হিট। আজকে দর্শকদের প্রতিক্রিয়ার ভিডিও দেখে মনে হচ্ছে, এটা লম্বা রেসের ঘোড়া।’

আয়োজনে হাজির ছিলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

অপারেশন সুন্দরবন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close