• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অভিনয়ই ফারুক পাটোয়ারীর নেশা

প্রকাশ:  ১৩ মে ২০২২, ১২:২৫ | আপডেট : ১৩ মে ২০২২, ১৫:২৫
নিজস্ব প্রতিবেদক

ফারুক পাটোয়ারী চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তার নেশা হলো অভিনয়। পেশাগত কাজের পাশাপাশি নিয়মিত অভিনয় করে চলেছেন টিভিনাটক, ডকু ড্রামা ও টিভিসিতে। অভিনয়ে তিনি প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন দেখেন।

অভিনেতা ফারুক পাটোয়ারী বলেন, অভিনয়কে এখনো পেশা হিসেবে নেওয়া যায়নি, তাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি যখনই সময় পাই অভিনয় করি। ছোটবেলায় মঞ্চ থিয়েটারে অভিনয় করলেও এখন আর নিয়মিত সময় দিতে পারি না তবে এখন মিডিয়া কাজ করছি নিয়মিত।

ফারুক পাটোয়ারি কাজ করছেনডিমারস্ কমিউনিকেশন, টেলিজোন, ইউএনওমানসহ আরো অনেক প্রতিষ্ঠানের সঙ্গে।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নাটক ‘সুন্দরবন মায়ের মতন’, ‘জামতলার রানী’ প্রভৃতি।

বেশ কিছু টিভিসিতে কাজ করেছেন ফারুক। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- দিগন্ত (গ্রামীণফোন), আয়োজন (গ্রামীণফোন), সেফটি এন্ড সিকিউরিটি (গ্রামীণফোন), জিপি স্টোর প্রোমো, পুষ্টি সয়াবিন তেল, মিডলি সু, ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ইত্যাদি।

পাশাপাশি তিনি বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র যৌথ প্রযোজনায় ড্রামা ‘আমাদের গ্রাম আদালত ড্রামা’, ইউজেডজিপি ১০ মিঃ ডকুমন্টোরি, থ্রি টিভি স্পট (ইউজেডজিপি), এনএইচআরসি ‘ডকুমেন্টারি ফর রোহিঙ্গা জনগণ’সহ বেশ কিছু উন্নয়ণ সংস্থার ডকুড্রামাতে কাজ করেছেন।

পূর্বপশ্চিম- এনই

অভিনয়,অভিনেতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close