• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দীপিকা

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২২, ১৬:০৫
বিনোদন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ৯ বিচারকের তালিকায় জায়গা পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে বিচারকদের তালিকা প্রকাশ করা হয়।

এবারের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান ৬২ বছর বয়সী ফরাসি অভিনেতা ভানসেন্ত লান্দন। তিনি ২০১৫ সালে ৬৮তম কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।

দীপিকাসহ আটজন ভানসেন্ত লান্দনের নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করবেন। বাকিরা হলেন, ব্রিটিশ অভিনেত্রী নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপেস, ইতালিয়ান অভিনেত্রী-নির্মাতা জাজমিন ত্রিঙ্কা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের।

স্বর্ণপামসহ সামনের সারির পুরস্কারগুলো কারা জিতবে, সেই বিচারকাজের গুরুদায়িত্ব পালন করবেন এই বিচারকরা। আগামী ১৭ মে শুরু হয়ে এবারের কান উৎসব চলবে ২৮ মে পর্যন্ত।

উল্লেখ্য, ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ২০০৫ সালে কান উৎসবে মূল প্রতিযোগিতা শাখায় বিচারকের দায়িত্ব পালন করেন নন্দিতা দাস। এরপর ২০১৩ সালে কানের মূল প্রতিযোগিতা শাখায় বিচারক হন বিদ্যা বালান। এবার এই তালিকায় যোগ হলো দীপিকার নাম।

পূর্বপশ্চিমবিডি/এনজে

কান চলচ্চিত্র উৎসব,বিচারক,দীপিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close