• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অপ্রত্যাশিত বৃষ্টি শেষে মঞ্চে প্রত্যাশিত এ আর রহমান!

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ২০:৩১ | আপডেট : ২৯ মার্চ ২০২২, ২১:৪৪
নিজস্ব প্রতিবেদক

মাগরিবের নামাজ বিরতির পর মঞ্চে ওঠার কথা ছিল অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমানের। তবে বিরতির সুযোগে মাঠে নেমে আসে অপ্রত্যাশিত বৃষ্টি। ফলে থমকে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্ট।

তবে বৃষ্টির পালা শেষে এবার মঞ্চে ওঠবেন এ আর রহমান। চলছে মাঠে সাউন্ডের কাজ। এরপরই গান গাইবেন তিনি।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে কনসার্টের সময়সূচি অনুযায়ী ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হয়।

৪টা ২০ মিনিটে জাতীয় সংগীতের পর সাড়ে ৪টায় পারফর্ম করেন মাইলসের হামিন আহমেদ। এরপর ৫টা ১৫ মিনিটে মমতাজ; যা চলে ঘণ্টাব্যাপী। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে মাগরিবের নামাজের বিরতির সময় শুরু হয় বৃষ্টি। একটানা ৩৮ মিনিট বৃষ্টি হওয়ার পর এখন থেমে গেছে। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া কনসার্টটি পুনরায় চালু হয়েছে। বর্তমানে চলছে মাইকের টেস্টিং।

প্রসঙ্গত, সন্ধ্যা ৭টায় শেরে বাংলা স্টেডিয়ামে আসার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ৭টা ১০ মিনিটে আবারও গাওয়া হবে জাতীয় সংগীত।

৭টা ১৫ মিনিট থেকে পারফর্ম করার কথা ছিল ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমানের। সে সময় শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে (এ আর রহমান) বাংলা ও হিন্দিতে নতুন দুটি গান গাইবেন বলে জানিয়েছেন। এর মাঝে সাড়ে ৭টায় রয়েছে এশার নামাজের বিরতি। এরপর আবারও গান শুরু করবেন এ আর রহমান, যা চলবে রাত ১২টা পর্যন্ত।

পূর্বপশ্চিমবিডি/জেএস

এ আর রহমান,বিসিবি,ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close