• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মায়ের কবরে সমাহিত হলেন আজিজুর রহমান

প্রকাশ:  ২১ মার্চ ২০২২, ১৯:৩৫
বিনোদন ডেস্ক

‘ছুটির ঘণ্টা’ খ্যাত পরিচালক আজিজুর রহমানকে মায়ের কবরে সমাহিত করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে এই পরিচালকের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে বগুড়ার সান্তাহার পৌঁছায়। এরপর সেখানে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়ি কলসায় তাকে সমাহিত করা হয়েছে।

রোববার (২০ মার্চ) বিকেলে আজিজুর রহমানের মরদেহ কানাডা থেকে ঢাকায় আনা হয়। গত ১৪ মার্চ কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকায় আনার পর আজিজুর রহমানের মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে নেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রশাসনিক ভবনের সামনে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও কলাকুশলীরা তাকে শেষবারের মতো বিদায় জানাতে আসেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্যের রোগে ভুগছিলেন এর পরিচালক। প্রায় এক যুগ ধরে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে কানাডায় থাকতেন তিনি।

১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় জন্মগ্রহণ করেন আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে। আজিজুর রহমান মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

পূর্বপশ্চিমবিডি/এনজে

আজিজুর রহমান,ছুটির ঘণ্টা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close