• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে ডাক পেলেন তিন বাংলাদেশি

প্রকাশ:  ১৪ মার্চ ২০২২, ২১:৪৪
বিনোদন ডেস্ক

পঞ্চমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে সম্মানজনক ও জনপ্রিয় আয়োজন “ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস”। চার বছর ধরে বলিউডের পাশাপাশি টলিউডের সিনেমাগুলোকেও এই পুরস্কারের অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের শিল্পীরা এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

তারা হলেন- মোশাররফ করিম, আসিফ ইকবাল ও মাহতিম শাকিব। কাজের মান বিবেচনায় তিনটি ক্যাটাগরিতে তারা এ মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

এর মধ্যে মোশাররফ করিম মনোনয়ন পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) ক্যাটাগরিতে। ব্রাত্য বসু পরিচালিত ‘‘ডিকশনারি’’ ছবিতে তার অভিনয় মন কেড়েছে আয়োজকদের। তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য (দুটি), ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি ও সৌমিত্র চ্যাটার্জি।

পুরস্কারের শ্রেষ্ঠ গীতিকার বিভাগে মনোনয়ন পেয়েছেন দেশের বরেণ্য গীতিকবি আসিফ ইকবাল। ‘‘অল্প হলেও সত্যি’’ সিনেমায় ‘‘মায়ার কাঙাল আমি’’ গানটির জন্য তাকে বেছে নিয়েছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। অমিত-ঈশানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান। একই গানের জন্য গায়কও নমিনেশন পেয়েছেন। আসিফ ইকবালের সঙ্গে সেরা গীতিকবির আরও নমিনেশন পেয়েছেন সৃজাত, অনুপম, নীলাঞ্জন চক্রবর্তী, সাকী ব্যানার্জি ও শিবব্রত বিশ্বাস।

অন্যদিকে তরুণ কণ্ঠশিল্পী মাহতিম শাকিব মনোনয়ন পেয়েছেন শ্রেষ্ঠ গায়ক হিসেবে। ‘‘প্রেম টেম’’ ছবির জনপ্রিয় গান ‘‘তাকে অল্প কাছে ডাকছি’’ গেয়ে কলকাতার জনপ্রিয় শিল্পীদের সঙ্গে পুরস্কারের লড়াইয়ে সামিল হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন অনির্বাণ ভট্টাচার্য, অনিন্দ্য চ্যাটার্জি (দুটি), অনুপম রায়, ঈশান মিত্র ও শোভন গাঙ্গুলি।

আগামী ১৭ মার্চ জমকালো আয়োজনের মাধ্যমে তুলে দেওয়া হবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার। সেখানে অংশ নিতে মোশাররফ করিম ইতোমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন। আসিফ ইকবাল ও মাহতিম শাকিবের কাছেও এসেছে আমন্ত্রণপত্র। যাওয়ার ইচ্ছা আছে তাদেরও।

পূর্ব পশ্চিম/জেআর

মোশাররফ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close