• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহ করেছিলেন লতা

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২২ | আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০২
বিনোদন ডেস্ক
লতা মঙ্গেশকর

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহে গান গেয়েছিলেন সুরের দেবী লতা মঙ্গেশকর। আমৃত্যু বাংলাদেশের বন্ধু ছিলেন এ কিংবদন্তি।

মহান মুক্তিযুদ্ধের সময়কালে ‘অজন্তা’ শিল্পীগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশে আসেন লতা। বিখ্যাত অভিনেতা সুনীল দত্তের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্লেনে চড়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে গান পরিবেশন করেছিলেন তিনি। এ সময় বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা ও সমর্থনেও কাজ করেন এই কিংবদন্তি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনেও অর্থ সাহায্য করেছিল ‘অজন্তা’। সে সময় লতা মঙ্গেশকর ছাড়াও বাংলাদেশের জন্য সঙ্গীত পরিবেশন করেছিলেন আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি, মান্না দে, সলিল চৌধুরী প্রমুখ।

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের চলচ্চিত্রে গানও করে ছিলেন সুরের দেবী লতা। ১৯৭২ সালে মমতাজ আলীর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘রক্তাক্ত বাংলা’য় গান করেন তিনি। সিনেমাটিতে প্রখ্যাত সংগীত পরিচালক সলিল চৌধুরী সুরে ‘ও দাদাভাই’ শিরোনামের গান গেয়েছিলেন এই কিংবদন্তী সঙ্গীত শিল্পী।

প্রসঙ্গত, টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তার বয়স হয়েছিল ৯২ বছর।

পূর্বপশ্চিমবিডি/জেএস

লতা মঙ্গেশকর,মুক্তিযুদ্ধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close