• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৯
বিনোদন ডেস্ক

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে ৯২ বছর বয়সে মারা যান তিনি। এই শিল্পীর মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। লতা মঙ্গেশকরের মৃত্যুতে একটি শূন্যতা সৃষ্টি হল। কখনো এই শূন্যতা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম লতা মঙ্গেশকরকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে। তার সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল। এমন গুণী শিল্পীর মৃত্যুতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব পশ্চিম/জেআর

লতা মঙ্গেশকর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close