• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তীব্র তাপদাহে জবিতে পরীক্ষা স্থগিত, ক্লাস হবে অনলাইনে

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৪, ১৬:৫৭
তারেক হাসান, জবি প্রতিনিধি

তীব্র তাপদাহে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বন্ধ থাকবে সকল ধরনের পরীক্ষা। এসব পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আজ (রবিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।

প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, এই সপ্তাহে সকল ক্লাস অনলাইনে নেওয়া হবে। সেই সঙ্গে যেই সকল বিভাগের মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান আছে তা স্থগিত রেখে পুননির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, আপাতত চলতি সপ্তাহের জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। গরমের তীব্রতার উপর নির্ভর করে আগামী সপ্তাহে আবারও মিটিং করা হবে। সেখানে পরবর্তী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা হবে কিনা অথবা হলেও কীভাবে নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়,তাপদাহ,শিক্ষা কার্যক্রম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close