• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তীব্র তাপপ্রবাহে জবির ক্লাস-পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামীকাল

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৪, ২১:৫৮
তারেক হাসান, জবি প্রতিনিধি

দেশে তীব্র তাপপ্রবাহের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস–পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে জরুরি সভাও ডাকা হয়েছে। আজ শনিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

উপাচার্য বলেন, তীব্র তাপপ্রবাহের জন্য স্কুল-কলেজ বন্ধের ঘোষণাটা দেখলাম। তবে আমরা চাইলেই দ্রুত একটি সিদ্ধান্ত তো নিতে পারি না। খোঁজ নিয়ে দেখলাম, অনলাইনে ক্লাস নেওয়া গেলেও কিছু পরীক্ষা আছে। সবকিছু গুছিয়ে সিদ্ধান্তটা নিতে হবে। আগামীকাল ১১টায় ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সভাও ডেকেছি। সভা থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

এদিকে সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশের স্কুল-কলেজের পুর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া তীব্র তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়,তাপদাহ,আবহাওয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close