• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চিকা মারাকে কেন্দ্র করে চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলছে

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০২২, ০১:০০ | আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০১:০৩
চবি প্রতিবেদক

প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে চিকা মারাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে অন্তত ১০-১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। বিবাদমান গ্রুপ দুটি হচ্ছে ‘ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)’ এবং ‘বিজয়’।

জানা যায়, চবির এএফ রহমান হলের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরেই ‘বিজয়’ গ্রুপের হাতে ছিলো। পুরো হলের দেয়ালজুড়ে তাদের চিকা মারা আছে। কিন্তু ভিএক্সের কর্মীরা গত বৃহস্পতি ও শুক্রবার দিনভর নিজেদের গ্রুপের নাম সম্বলিত চিকা মারে, এতে উত্তেজনার সৃষ্টি হয়। রাতে সংঘর্ষ শুরু হওয়ার পর কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্তমানে হলের নিয়ন্ত্রণ নিয়েছে ভিএক্স। বিজয় কর্মীরা হলের আশেপাশের মাঠে দেশীয় অস্ত্রসহ অবস্থান করেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

‘বিজয়’ গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ‘ভিএক্স’ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের বলে জানা গেছে।

এ ব্যাপারে চবির সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সংঘর্ষ,ছাত্রলীগ,চবি,চিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close