• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

শিক্ষার্থীকে যেকোনো বয়সে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০২২, ১৮:২৩
নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের দেশে উচ্চশিক্ষায় নানামুখী দেওয়াল রয়েছে। শিক্ষা যদি জীবনব্যাপী হয় তাহলে উচ্চশিক্ষার দেওয়ালগুলো ভেঙে দিতে হবে। একজন শিক্ষার্থীকে যে কোনো বয়সে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি কনভেনশন হলে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) আয়োজনে ‘শিক্ষা এবং নৈতিকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, যদি কোনো শিক্ষার্থী উচ্চমাধ্যমিক গণ্ডি পার করে কর্মজীবনে জড়িয়ে পড়েন এবং পরবর্তীসময়ে উচ্চশিক্ষায় ফিরতে চান তাহলে তাকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভর্তিতে ধরাবাধা নিয়ম থেকে বের হয়ে এসে শিক্ষাগ্রহণের দরজা উন্মুক্ত রাখতে হবে।

তিনি বলেন, আমরা খুব দক্ষ মানুষ হলাম, কিন্তু আমার ভেতরে যদি নৈতিকতা বোধ না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। সঠিক শিক্ষাগ্রহণের পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধও শেখাতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শিক্ষামন্ত্রী,ডা. দীপু মনি,সুযোগ,উচ্চশিক্ষা,শিক্ষার্থী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close