• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নতুন বই পাবে বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক শিক্ষার্থী: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ১৭ জুলাই ২০২২, ১৭:১৭ | আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৭:২০
নিজস্ব প্রতিবেদক

বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় ১ লাখ ২ হাজার ৫০০ শিক্ষার্থীর বই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিক্ষার্থীর জন্য ১৮ জুলাইয়ের মধ্যে নতুন বই পাঠানো হবে।

রবিবার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় অনেক শিক্ষার্থীর পাঠ্যপুস্তক নষ্ট হয়ে গেছে। তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ জেলায় ১ লাখ ২ হাজার ৫০০ শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে।

তিনি জানান, সিলেটে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি ও ভোকেশনালে ১৪ হাজার ৭৭৯ সেট, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে ৬৬২ সেট এবং ইবতেদায়ি ও দাখিলে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির ১০ হাজার ১৪০ সেট বই বিতরণ করা হবে। এ জেলায় মোট ২৫ হাজার ৬০১ সেট বই বিতরণ করা হবে।

একইভাবে সুনামগঞ্জে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি ও ভোকেশনালে ৪২ হাজার ৭৫৫ সেট, এসএসসি ও দাখিলে ১০ হাজার ৫৮৬ সেট, ইবতেদায়ি ও দাখিলে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির ২৩ হাজার ৫৫৮ সেট বই বিতরণ করা হবে। সেই হিসেবে সুনামগঞ্জে ৭৬ হাজার ৮৯৯ সেট বই পাঠানো হবে।

মন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জের উল্লেখিত পাঠ্যপুস্তক কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল এবং নরসিংদী জেলার উদ্বৃত্ত পাঠ্যপুস্তক থেকে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে পাঠানো হবে। এর বাইরে অতিরিক্ত চাহিদা থাকলে এনসিটিবির গুদাম থেকে শিক্ষার্থীদের বই দেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এআই

বন্যাদূর্গত জেলা,নতুন বই,শিক্ষা মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close