• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

মাধ্যমিকে পদোন্নতি পেলেন ২৩৩ শিক্ষক-কর্মকর্তা

প্রকাশ:  ০৯ জুন ২০২২, ২২:১২
নিজস্ব প্রতিবেদক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৩৩ জন শিক্ষক ও কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এ পদোন্নতির ফলে তারা এখন জেলা শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব আলমগীর হুছাইনের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এই প্রজ্ঞাপন জারির আগে কোনো শিক্ষক/কর্মকর্তা অবসত্তোর ছুটি ও মৃত্যুবরণ করলে এই আদেশ তাদের জন্য কার্যকর হবে না।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছিলেন, পদোন্নতিযোগ্য ৪২৩ জন শিক্ষকের তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে অনেকের চাকরি জীবনে সমস্যা ও বার্ষিক গোপনীয় অনুবেদনে (এসিআর) সমস্যা থাকায় ডিপিসি সভায় অনেকেই পদোন্নতিযোগ্য হতে পারেননি।

পূর্ব পশ্চিম/ম

পদোন্নতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close