• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাবির ভর্তি পরীক্ষায় থাকছে না এসএসসির বাধ্যবাধকতা

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১৩:৩৩
রাবি প্রতিনিধি

আসন্ন ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এসএসসি পরীক্ষা বিষয়ে থাকছে না কোনো বাধ্যবাধকতা। তবে ২০২০ ও ২০২১ সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

রবিবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাবির ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।

তিনি বলেন,আমরা শুধুমাত্র এইচএসসি ২০২০ ও ২০২১ ব্যাচ দেখবো, এসএসসি ব্যাচ না। যারা এইচএসসি ২০২০ ও ২০২১ সালে পাশ করেছে, তারাই প্রাথমিক আবেদন করতে পারবে। এখানে এসএসসির কোন বাধ্যকতা নেই। যেকোনো সালের এসএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে,তাদেরকে অবশ্যই এইচএসসি ২০২০ ও ২০২১ সালে পাশ করতে হবে। প্রাথমিক আবেদন করার পর তারা সিলেক্টেড হলে চূড়ান্ত ভাবে পরীক্ষা দিতে পারবে।

পূর্বপশ্চিমবিডি/এসএ/জেএস

রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close