• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শেকৃবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, খোলা থাকছে আবাসিক হল

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০২২, ২০:১৪
শেকৃবি প্রতিনিধি

করোনা সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে শুক্রবার একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী (২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে সশরীর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বন্ধ হবে না শিক্ষার্থীদের আবাসিক হল।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস জানান, ‘সকল অনুষদের সব লেভেলের চলমান বা অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে শনিবারের (২২ জানুয়ারি) পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। সশরীরে কোনো ক্লাস নয়, কোনো অনুষদ বা বিভাগ চাইলে শুধুমাত্র চলমান ক্লাসসমূহ অনলাইনে নিতে পারবে। এক্ষেত্রে ৬ তারিখ পর্যন্ত নতুন রুটিনে নতুন কোনো সেমিস্টারের ক্লাস অনলাইনে হবে না। শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খোলা থাকবে।’

শেকৃবি অধিভুক্ত সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজের শনিবারের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে জানান ড. পরিমল।

ইতিমধ্যে চলমান বা অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিতের পরিবর্তে অন্য বিশ্ববিদ্যালয় যেখানে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সেখানে শেকৃবিতে অনলাইনে পরীক্ষা নয় কেন জানতে চাইলে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, ‘অনলাইনে আমরা পরীক্ষা নিবো না, শিক্ষকরা মত দেননি। তাছাড়া অনলাইন পরীক্ষায় খাতা প্রিন্ট করা, মূল্যায়ণ করা ঝামেলা।’

পূর্বপশ্চিমবিডি/জিএস

শেকৃবি,আবাসিক হল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close