• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

নাট্যকার সেলিম আল-দীনের ১৪তম মৃত্যবার্ষিকী

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০২২, ১৯:১১ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:১৫
জাবি প্রতিনিধি

রবীন্দ্রত্তোর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল-দীনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর।

দিবসটি ঘীরে 'এই মুখ তোমার মুখ, একাকার একাকার' প্রতিপাদ্যে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

সম্পর্কিত খবর

    বেলা সাড়ে ১২টায় টেলিভিশন মাধ্যমে সেলিম আল দীন কর্মপরিধি পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় সৈয়দ শামসুল হক রচিত 'জল পলকের গান' নাটক প্রদর্শনের আয়োজন করা হয়েছে। নাটকটি নির্দেশনায় থাকবেন সেলিম আল-দীন প্রয়াণ দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ইউসুফ হাসান অর্ক।

    সেলিম আল দীনের সমাধিতে আরো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা।


    পূর্বপশ্চিমবিডি/জিএস

    নাট্যকার সেলিম আল-দীন,মৃত্যবার্ষিকী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close