• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বুয়েট ছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে’

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০২২, ১৪:৩৩
নিজস্ব প্রতিবেদক

বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ। ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে ফারদিনের মরদেহ উদ্ধারের ঘটনায় একাধিক ঘটনা সামনে রেখে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড, ছিনতাই নাকি অন্যকিছু—তা নিয়ে কাজ করা হচ্ছে। তবে পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এর আগে গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন ফারদিন। ওই দিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন। এরপর গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। এ ঘটনার পেছনে অনেক কারণই থাকতে পারে। এ মুহূর্তে আসলে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে আমরা অনেক ঘটনা সামনে রেখেই কাজ করছি।

বুয়েট,হত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close