• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন এলমা, দাবি পুলিশের

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২২, ১৪:৫৭
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তাকে হত্যা করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ডিজিটাল-ফরেনসিক প্রমাণের পাশাপাশি আসামি ও অন্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ থেকে আমরা নিশ্চিত হয়েছি, এলমা আত্মহত্যা করেছেন। তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন স্বামী ইফতেখার আবেদীন, শাশুড়ি শিরিন আমিন ও শ্বশুর মো. আমিন। নির্যাতন সহ্য করতে না পেরে এলমা আত্মহত্যা করেন।’

সম্পর্কিত খবর

    গত ১৪ ডিসেম্বর বিকেল রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান এলমা চৌধুরী (২৬)। প্রবাসী স্বামী ইফতেখার আবেদীন (৩৫) কানাডা থেকে দেশে ফেরার তিন দিনের মাথায় তিনি মারা যান। এলমাকে প্রথমে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ ছিল।এ ঘটনায় এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে স্বামী, শশুড় ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

    পূর্বপশ্চিম- এনই

    এলমা চৌধুরী,এলমা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close