• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

থানার সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ আহত

প্রকাশ:  ২৪ মার্চ ২০২২, ১২:২৭
নিজস্ব প্রতিনিধি

রাজধানীর বংশাল থানায় আটক দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৩ মার্চ) গভীর রাতে থানার নিচে এ ঘটনা ঘটে। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোশাররফ হুসাইন বলেন, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার নর্থ সাউথ রোডে দ্বীন সুপার মার্কেটের সামনে থেকে ইমন (২২) ও জুয়েল (২৩) নামের দুই ছিনতাইকারীকে আটক করা হয়। পরে বংশাল থানার গেটে গাড়ি থেকে নামিয়ে তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় ইমন ‘সুইচ গিয়ার’ (একধরনের ছুরি) বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে পুলিশ সদস্যরা আহত হন।

মোশাররফ হুসাইন আরও বলেন, কনস্টেবল নজরুল ইসলামের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের আটকে ফেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- বংশাল থানার এসআই রবি আহসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও শফিকুল।

পূর্বপশ্চিমবিডি/জেএস

রাজধানী,বংশাল থানা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close