• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চার মামলায় বিএনপি নেতা আমীর খসরুর জামিন

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২৪, ১৮:০৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা এবং পল্টন থানার নাশকতার পৃথক ৪ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই রায় দেন।

১০ হাজার টাকার বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে। তবে অপর ৪ মামলার নথি আদালতে না আসায় সেসব মামলায় পরে আদেশ দেবেন আদালত।

আমীর খসরুর আইনজীবী ওমর ফারুক ফারকি বলেন, পল্টন থানার দুইটি মামলা এবং রমনা থানার দুইটি মামলার জামিন শুনানি হয়। আদালত সবকিছু শোনার পর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। বাকি চারটি মামলার মূলনথি দায়রা জজ আদালতে রয়েছে। সেজন্য আদালত বলেছেন এসব নথি আসলেই তিনি আদেশ দেবেন।

গত ২ নভেম্বর রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ডিবি পুলিশ। পরে ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

আদালত,জামিন,আমির খসরু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close