• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খালেদা জিয়া আপিল বিভাগে আবেদন করতে পারেন : অতিরিক্ত অ্যাটর্নি

প্রকাশ:  ০২ অক্টোবর ২০২৩, ১৩:৫১
নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। তবে তার আগে তাকে আদালতে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে।

সম্পর্কিত খবর

    সোমবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

    মেহেদী হাছান চৌধুরী বলেন, যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আলোকে আবেদনটি আগেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছিল। একারণে আর কোন স্কোপ নেই অন্য কোনো আদেশ দেওয়ার। এখন তাকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে এবং জেলখানায় যাওয়ার পরে তিনি জামিন আবেদন ও বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। কারণ সাজার বিরুদ্ধে তার আপিল পেন্ডিং রয়েছে। এছাড়া খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close