• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৩২ বছর পর মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান

প্রকাশ:  ১৮ জুন ২০২৩, ২৩:৫১
নিজস্ব প্রতিবেদক

৩২ বছর সাজা ভোগের পর মুক্তি পেলেন শাহজাহান ভূঁইয়া। কারাগারে থাকাকালীন ২৬ জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন তিনি। যদিও শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি ৬০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন।

রবিবার (১৮ জুন) বেলা পৌনে ১২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তি পেয়েই তিনি কেঁদে ফেলেন।

জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের জানান, শাহজাহানের মোট ৪২ বছর সাজা হয়েছিল। এর মধ্যে ফাঁসি কার্যকর করে তিনি ১০ বছর পাঁচ মাস ২৮ দিনের সাজা রেয়াত পেয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, ল্যান্সার মহিউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন আবদুল মাজেদ, যুদ্ধাপরাধী কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরী, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান।

১৯৯১ সালে মানিকগঞ্জের একটি মামলায় শাহজাহানকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। এরপর দেশের বিভিন্ন জেলে রাখা হয় শাহজাহানকে।

১৯৫০ সালের ২৬ মার্চ নরসিংদীর পলাশ উপজেলায় জন্মগ্রহণ করেন শাহজাহান ভূঁইয়া। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন।

নথি অনুসারে, ১৯৯২ সালের ৮ নভেম্বর ডাকাতির জন্য ১২ বছর এবং ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ৩০ বছরের কারাদণ্ড হয় তার। এ ছাড়া উভয় রায়ে তাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হয়।

পূর্বপশ্চিমবিডি/এসআর

বাংলাদেশ,মৃত্যুদণ্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close