• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৭০ শতাংশ মামলার তদন্ত শেষ হচ্ছে ১২০ দিনে : সচিব

প্রকাশ:  ১৭ মে ২০২২, ১৯:৪১ | আপডেট : ১৭ মে ২০২২, ১৯:৪৯
নিজস্ব প্রতিবেদক

দেশে ৭০ শতাংশ মামলার তদন্ত ১২০ দিনের মধ্যেই সম্পন্ন করা হচ্ছে বলে দাবি করেছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান।

মঙ্গলবার (১৭ মে) আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা নিয়ে দ্বিতীয় জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ‘পুলিশ নিজস্ব জরিপ করে জানিয়েছে, ৭০ শতাংশ মামলার তদন্ত ১২০ দিনের মধ্যেই সম্পন্ন হচ্ছে। এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যে কোনো অপরাধের তথ্য দেওয়ার পর এ সার্ভিস থেকে শতভাগ সহয়তা পাওয়া যাচ্ছে।’

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট তিনদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের দ্বিতীয় দিনের সেশনে সরকারের বিভাগ, মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এসডিজিএস কার্যক্রম পর্যালোচনা করেন সংশ্লিষ্টরা।

এ সম্মেলনে সুরক্ষাসেবা বিভাগ ছাড়াও ক্যাবিনেট ডিভিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিভাগ তাদের কার্যক্রম তুলে ধরেন।

জননিরাপত্তা বিভাগের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে টিপু সুলতান বলেন, ‘দেশের প্রতিটি থানায় নারী ও শিশুদের জন্য সাপোর্ট ডেস্ক স্থাপন করা হয়েছে। বিজিবির নতুন ছয়টি ব্যাটালিয়ন তৈরি হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় স্থাপন করা হয়েছে বর্ডার সার্ভেলেন্স সিস্টেম।’

মানব পাচার ঠেকাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, ‘ট্রাফিকিং ইন পারসন (টি আইপি) ২০২০ রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ মানবপাচার রোধে উন্নতি করেছে। এছাড়া ২০২৬ সালের মধ্যে প্রত্যেকটি সীমান্তে সড়ক নির্মাণ, ২০৩০ সালের মধ্যে মেট্রোপলিটন শহরর উন্নতি প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ২০২৪ সালের মধ্যে পাঁচ মিনিটের মধ্যেই ৯৯৯ রেসপন্স করবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এআইএস

মামলার তদন্ত,শেষ হচ্ছে,এ কে এম টিপু সুলতান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close