• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মহসিনের আত্মহত্যার লাইভ ৬ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭ | আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৯
নিজস্ব প্রতিবেদক

মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ফেসবুক লাইভ ৬ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চু্য়াল বেঞ্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশ প্রদনি করেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম ফায়েজ ফেসবুক লাইভে আত্মহত্যার বিষয়টিতে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় সংবাদমাধ্যমেও ফুটেজটি প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টকে অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী একেএম ফায়েজ আদালতকে বলেন, ‘এই লাইভ ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখলে ভাইরাল হবে এবং তাতে পরবর্তী প্রজন্মসহ অনেকে ক্ষতিগ্রস্ত হবে।’

উল্লেখ্য, বুধবার (২ ফেব্রয়ারি) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান। ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে আবু মহসিন খানের মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে বেশ কিছু নোট পেয়েছে পুলিশ। যা আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

নায়ক রিয়াজ,হাইকোর্ট,আত্মহত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close