• বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

হামাসের হামলায় নিহত ৮ ইসরায়েলি সেনা

প্রকাশ:  ১৫ জুন ২০২৪, ২২:২৮
পূর্বপশ্চিম ডেস্ক

দক্ষিণ গাজা উপত্যকায় হামাসের গুপ্ত হামলায় নিহত হয়েছে আট ইসরায়েলি সেনা। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, রাফাহ শহরের পশ্চিমে তেল আল-সুলতান এলাকায় যোদ্ধারা একটি সাঁজোয়া বহরের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যা ও আহত করেছে।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি ট্যাংক তেল আল-সুলতানে অগ্রসর হয়েছে এবং উপকূলীয় এলাকায় গোলা নিক্ষেপ করেছে। ওই এলাকায় হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। ইসরায়েলি হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর আট মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

ইসরায়েল,গুপ্ত হামলা,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close