• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সৌদি আরবে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

প্রকাশ:  ০২ মে ২০২৪, ১৪:২৫
নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত এবং সেই সাথে ঝড়ো হাওয়া বইছে। আল কাসিম এবং মদিনা আল মনোয়ারায় বজ্রপাতসহ বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট এবং আন্ডার পাস। পানিতে ভেসে গেছে অসংখ্য গাড়ি।

রাস্তায় জলবদ্ধতার কারণে গাড়িগুলোকে নৌযানের মতো ভাসতে দেখা গেছে। রিয়াদ এবং পূর্ব প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। কিছু কিছু প্রতিষ্ঠান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সব প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে পাঠক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।

সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ রিয়াদ, মদিনাসহ কয়েকটি প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে। ঐ সকল প্রদেশে বজ্রপাত ভারি শিলা বৃষ্টির শঙ্কা রয়েছে। জলাবদ্ধতার কারণে রাজধানীর রিয়াদের অনেকগুলো সড়ক ও আন্ডারপাস বন্ধ করে দেয়া হয়েছে।

পাহাড়ি এলাকা সমুহ প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছ, সৌদি আরবের আবহাওয়ার বিভাগ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স। দুর্যোগপূর্ণ এ আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

সৌদি আরব,বৃষ্টিপাত,বন্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close