• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বরফে ঢেকে গেছে সৌদি আরবের আফিফ মরুভূমি

প্রকাশ:  ১৮ মার্চ ২০২৪, ০০:৪০
পূর্বপশ্চিম ডেস্ক

শিলাবৃষ্টির পর সৌদি আরবের রিয়াদের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমি তুষারে ঢেকে গেছে। গত শুক্রবারের (১৫ মার্চ) এ ঘটনাটিকে অপ্রত্যাশিত ও নজিরবিহীন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করছেন অনেকেই।

আফিফ মরুভূমি সৌদি আরবের মধ্যাঞ্চলে অবস্থিত। ওই এলাকাটি সাধারণত শুষ্ক জলবায়ুর জন্য পরিচিত। সেখানে তুষারপাত খুব সচরাচর দেখা যায় না।

তবে হঠাৎ করে তুষারপাতের পর ওই এলাকার বাসিন্দারা অবাকই হয়েছেন। একই সঙ্গে আনন্দিতই তারা। তুষারে আচ্ছাদিত মরুভূমির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বাসিন্দাদের অনেকেই। যা ভাইরালও হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামনে সৌদি আরবের আবহাওয়া পরিবর্তন হতে যাচ্ছে- আফিফে তুষারপাত সেটিকেই নির্দেশ করে। সেখানে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং ধুলোঝড়সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, আবহাওয়াবিদরা রবিবার সৌদি আরবের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন। যা মদিনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং রিয়াদের কিছু অংশে বিস্তৃত হতে পারে। এছাড়া সামনের দিনগুলোতে দেশটির আরও বেশকিছু এলাকায় ভারী বৃষ্টিপাত পারে। বজ্রপাত এবং শিলাবৃষ্টির কারণে উপত্যকায় বন্যা এবং জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস এসেছে।

আবহাওয়া,আন্তর্জাতিক,সৌদি আরব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close