• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা দিল পিটিআই

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১১
পূর্বপশ্চিম ডেস্ক

সংসদ ভোট জালিয়াতির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে পাকিস্তানের কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শনিবার (১৭ ডিসেম্বর) দেশটিতে এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। খবর জিও নিউজ'র।

রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই নেতা গহর আলী খান এ সময় জামায়াত-ই-ইসলামি, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলসহ (জেইউআই-এফ) অন্যান্য দলগুলোকেও বিক্ষোভের আহ্বান জানান।

গহর আলী খান জানান, সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে; যারা বিশ্বাস করেন যে ম্যান্ডেট পরিবর্তন এবং কারচুপি হয়েছে।

গহর আলী খান আরও জানান, পিটিআই আগামী শনিবার বিকেলে শান্তিপূর্ণ বিক্ষোভ-প্রতিবাদের রেকর্ড করবে। এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের ম্যান্ডেট চুরি হতে দেয়া হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট সরকার গঠনের আলোচনার তথ্য অস্বীকার করেছেন গহর খান।

পাকিস্তান,বিক্ষোভ,পিটিআই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close