• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৪, ২২:৩৯
পূর্বপশ্চিম ডেস্ক

থাইল্যান্ডে আতশবাজির একটি কারখানায় বিস্ফোরণে প্রায় ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলের দিকে রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে সুফান বুরি প্রদেশে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। প্রাদেশিক গভর্নর নাতাপাত সুভানপ্রতিপ বলেন, কারখানাটির সব শ্রমিকই প্রাণ হারিয়েছেন কি না, তা তাঁরা বলতে পারছেন না। তাঁদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে জীবিত কাউকে তাঁরা সেখানে পাননি।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, নিহতের সংখ্যা ২০ জনের মতো। অনেকে আহত অবস্থায় রয়েছেন। কারখানাটি বৈধভাবে করা হয়েছিল কি না, তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বর্তমানে বিশ্ব অর্থনৈতিক পরিষদের বৈঠকের জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছেন।

বিস্ফোরণ,নিহত,থাইল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close