• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

ট্রেনের এসি বগিতে টিকিটবিহীন যাত্রীর সয়লাব, অন্যদের হয়রানি ও ছিনতাই

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:২৫
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের হাওড়া জংশন থেকে দেরাদুনগামী কুম্ভ এক্সপ্রেসের (১২৩৬৯) একটি এসি বগি টিকিটবিহীন যাত্রীতে ভরে গেছে। এসব যাত্রীরা অন্যদের হয়রানি করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার আকাশ কে ভার্মা টুইটারে এ ঘটনা শেয়ার করে লিখেছেন, ১২৩৬৯ ট্রেনে ভ্রমণকারী এক বন্ধু টিকিটবিহীন দখলদারদের দ্বারা এসি ২ কোচ ছিনতাইয়ের এ ভিডিওটি শেয়ার করেছেন। অবিলম্বে এসব রোধ করা প্রয়োজন!

ভিডিওটিতে দেখা যায়, টিকিটবিহীন যাত্রীরা বগির ভেতরে ঝামেলা সৃষ্টি করছে। ভিডিওতে আরও দেখা যায়, দুই পুলিশকর্মী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওটিতে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, রেলের নিরাপত্তা আজকাল কৌতুক হয়ে উঠেছে।

আরেকজন একই ধরনের ঘটনা শেয়ার করে লিখেছেন, দুর্ভাগ্যবশত, সমাধানের কেউ নেই। তিনি বলেন, ভারতীয় রেলের গভীর আত্মনিরীক্ষণ প্রয়োজন। কোনও গুণমান নেই, কোনও দক্ষতা নেই।

এ ঘটনা সম্পর্কে জানার পর রেলওয়ে কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পিএনআর নম্বর এবং মোবাইল নম্বর শেয়ার করার আহ্বান জানিয়েছে।

ভারত,হাওড়া জংশন,টিকিটবিহীন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close