• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||

ব্যাঙ্গালুরুর ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০২৩, ১৮:২৬
পূর্বপশ্চিম বিডি
ভারতের ব্যাঙ্গালুরুর ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকির পর পুলিশের তল্লাশি/সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর ৪৪টি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

শুক্রবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে ই-মেইলে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। ওই ই-মেইলে দাবি করা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে।

এমন ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানায় স্কুল কর্তৃপক্ষ। এরপর পুলিশের পক্ষ থেকে স্কুলের চারপাশে অভিযান চালানো হয়। সেখানে বোম্ব ডিসপোসাল স্কোয়াডের সদস্যদেরও পাঠানো হয়। তবে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরেমশ্বের বলেন, “ই-মেইল কারা পাঠিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পুলিশকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, “বোমা হামলার হুমকির বিষয়টিকে ভুয়া বলেই মনে হচ্ছে। যারা এই ই-মেইল পাঠিয়েছে তাদের শনাক্তে পুলিশ সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”

এদিকে কর্নাটকের মূখ্যমন্ত্রী অভিভাবকদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, “সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে। পুলিশের কাছ থেকে প্রাথমিক প্রতিবেদন পেয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

ভারত,বোমা হামলার হুমকি,স্কুলে বোমা হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close