• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আবারো আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০২৩, ১১:৪৭
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের হেরাতে আবারো আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রোববার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ভূমিকম্প হয়। খবর: এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হেরাত প্রদেশের রাজধানী শহর থেকে ৩৩ কিলোমিটার পশ্চিমাঞ্চলে রোববারের ভূমিকম্পটি অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, একই অঞ্চলে ২০ মিনিট পর পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়।

এর আগে ৭ অক্টোবর হেরাতে ছয় দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প ও আটটি শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। এই ঘটনায় অসংখ্য বাড়িঘর ধ্বংস হয় এবং দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন। আহত হন আরো শত শত মানুষ।

এর কয়েকদিন পর, গত বুধবার আবারো ছয় দশমিক তিন মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানলে হেরাতে এক ব্যক্তি নিহত ও ১৩০ জন আহত হন।

বুধবার ইউনিসেফ জানায়, নিহতদের ৯০ শতাংশই ছিলেন নারী ও শিশু।

জাতিসংঘ জানিয়েছে, এই এক সপ্তাহের দুর্যোগে ১২ হাজারেরও বেশি মানুষ দুর্দশায় পড়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভূমিকম্প,শক্তিশালী,আফগানিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close