• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাকিস্তানে গুলিতে ৭ শিক্ষকসহ নিহত ৮

প্রকাশ:  ৩১ মে ২০২৩, ০২:০৩
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম জেলায় বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনই স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয় কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার কুররাম জেলায় গুলি চালানোর দুটি পৃথক ঘটনা ঘটেছে। আর পুলিশ জানিয়েছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে গুলি চালিয়ে আটজনকে হত্যার এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আপার কুররাম এলাকার শালোজান সড়কের একটি বাড়িতে প্রথম গুলি চালানোর ঘটনা ঘটে। সেখানে মোহাম্মদ শরিফ নামের এক ব্যক্তি নিহত হন। পরে তেরি মঙ্গল এলাকার একটি সরকারি হাইস্কুলে প্রবেশ করে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সেখানে একটি পরীক্ষা চলছিল। কেন্দ্রে দায়িত্বরত সাত শিক্ষক গুলিতে নিহত হন।

এ ঘটনার পর কুররাম জেলা পুলিশের উপকমিশনার সৈয়দ সাইফুল ইসলাম একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করা হবে। পুরো জেলার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

গোলাগুলির ঘটনার পর কুররাম জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস বলেন, প্রথম বন্দুক হামলায় নিহত ব্যক্তির মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুলিতে সাত শিক্ষকসহ আটজন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় প্রবাসী, মানবসম্পদ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী সাজিদ হুসেইন তুরি।

পাকিস্তান,গুলি,শিক্ষক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close