• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আফ্রিকার সবচেয়ে পুরোনো ইহুদি উপাসনালয়ে গুলি, নিহত ৪

প্রকাশ:  ১০ মে ২০২৩, ১১:৩৪
আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার সবচেয়ে পুরোনো ইহুদি উপাসনালয় সিনাগগে বন্দুকধারীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’জন এসেছিলেন সিনাগগটিতে ঘুরতে, একজন সিনাগগের নিরাপত্তারক্ষী এবং অপর একজন বন্দুকধারী নিজে।

মঙ্গলবার (৯ মে) তিউনিসিয়ার জেরবায় অবস্থিত ওই সিনাগগে হামলা চালায় বন্দুকধারী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় জড়িত ব্যক্তি তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের জেরবা অঞ্চলে অবস্থিত নেভাল সেন্টারের একজন সদস্য। ঘটনার শুরুতে ওই ব্যক্তি প্রথমে নিজের এক সহকর্মীকে আক্রমণ করে তাকে গুলি করে তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর সিনাগগের দিকে অগ্রসর হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানায়, সিনাগগের কাছে পৌঁছে ওই ব্যক্তি সেখান নিরাপত্তা ইউনিটের ওপর গুলি চালায়। গুলিতে দুই পর্যটক এবং এক নিরাপত্তারক্ষী নিহত হয়। এ সময় আরো ৫ নিরাপত্তারক্ষী এবং ৪ পর্যটক আহত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত দুই পর্যটকের মধ্যে একজন ফরাসি এবং অপরজন তিউনিসিয়ারই নাগরিক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,গুলি,উপাসনালয়,আফ্রিকা,ইহুদি,তিউনিসিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close