• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নিমতলা মহাশ্মশানে সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন

প্রকাশ:  ০৯ মে ২০২৩, ১৫:২৫
আন্তর্জাতিক ডেস্ক

প্রয়াত কথাসাহিত্যিক ও কালবেলা উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকাল পৌনে নয়টায় হাসপাতাল থেকে কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে তার মরদেহ আনা হয়। সেখান থেকে নেয়া হয় উত্তর কলকাতার শ্যামপুকুর। পরে সকাল সাড়ে ১১টার দিকে নিমতলা মহাশ্মশানে নেয়ার পর তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে কোনো প্রকার সরকারি সহযোগিতা নেয়া হয়নি।

শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাই-কমিশনার ও সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের পুত্র আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব প্রেস রঞ্জন সেন, কলকাতার মহা নাগরিক মেয়র ও পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল, বামফ্রন্ট সেক্রেটারি বিমান বসু, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম,পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা উপস্থিত ছিলেন।

কলকাতায় বেসরকারি হাসপাতালে সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় মারা যান সমরেশ মজুমদার। বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো সাহিত্য আকাদেমি পুরস্কারজয়ী সাহিত্যিককে। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি-র সমস্যা ছিলো। ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ও (স্লিপ অ্যাপনিয়া) বাড়তে থাকে। পরে তাকে আইসিইউতে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় মারা যান দুই বাংলার জনপ্রিয় গুণী এ কথাসাহিত্যিক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শেষকৃত্য,নিমতলা মহাশ্মশান,সমরেশ মজুমদার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close