• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের মৃত্যু

প্রকাশ:  ০৮ মে ২০২৩, ১০:০৪
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেরালায় সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) সন্ধ্যায় রাজ্যের মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এদিন সন্ধ্যায় সৈকতের কাছে ৩০ জনের বেশি যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা গেছে।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিম ও পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস উদ্ধার অভিযানের সমন্বয় করছেন।

ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিম সাংবাদিকদের বলেন, বিভিন্ন হাসপাতালের তথ্যের ভিত্তিতে ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডুবে যাওয়া নৌকার ভেতরে এসব মরদেহ উদ্ধার করা হয়। যারা মারা গেছে তাদের মধ্যে অনেক নারী ও শিশু ছিলো, যারা চলমান স্কুল ছুটির মধ্যে বেড়াতে এসেছিলো।

তিনি বলেন, নৌকাটি উল্টে গিয়ে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। কেন এটি উল্টে গেলো তার কারণ এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

একই তথ্য দিয়ে কেরালার পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস আশঙ্কা প্রকাশ করেছেন, নৌকার নিচে আরো অনেকে আটকা পড়ে থাকতে পারেন।

এদিকে দুর্ঘটনায খবর জানা মাত্র শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,নৌকাডুবে,কেরালা,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close