• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

লিবিয়ায় নৌকাডুবি, ৭৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৫
আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে গেছে। এতে অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে। খবর: বিবিসি।

মঙ্গলবার অভিবাসীবোঝাই নৌকাটি ডুবে যায়। সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট ও পুলিশ এই পর্যন্ত ১১টি মরদেহ উদ্ধার করেছে।

নৌকাটি ইউরোপে যাচ্ছিলো। ইউরোপে যাওয়ার এই পথকে আইওএম অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ভয়াবহ সমুদ্রপথ হিসেবে আখ্যা দিয়েছে।

চলতি বছর ইতোমধ্যে ১৩০ জন ভূমধ্যসাগরের এই পথ দিয়ে ভয়াবহ যাত্রায় মারা গেছেন।

আইওএম বলেছে, গত বছর নিঁখোজ অভিবাসী প্রকল্প এক হাজার ৪৫০ জনের মৃত্যু তালিকাভুক্ত করেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আশঙ্কা,মৃত্যু,অভিবাসনপ্রত্যাশী,লিবিয়া,নৌকাডুবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close