• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নেপালে বিমান বিধ্বস্ত: জীবিত কাউকে পাননি উদ্ধারকারীরা

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২৩, ১০:৩২
নিউজ ডেস্ক

নেপালের পোখারায় রোববার সকালে বিধ্বস্ত বিমানের কোনো যাত্রীকে জীবিত অবস্থায় পাননি উদ্ধারকারীরা।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভান্ডারি বলেন, ‘(বিমান) বিধ্বস্ত হওয়ার জায়গা থেকে আমরা কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারিনি।’

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৬৮ যাত্রী ও চার ক্রু নিয়ে গতকাল পোখারার উদ্দেশে রওনা হয় ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান। পথে পোখারার নতুন বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়ে খাদে পড়ে যায় এটি।

উদ্ধারকারীরা রোববার পর্যন্ত ৬৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। বাকি চারজনকে উদ্ধারে সোমবার চলবে অভিযান।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ময়নাতদন্তের জন্য উদ্ধার হওয়া মরদেহগুলো পোখারার গান্ডকি হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কাসকি জেলা প্রশাসনের এক কর্মকর্তা।

তিনি আরও জানান, অধিকাংশ মরদেহ এতটাই পুড়ে গেছে যে, এগুলো চেনা যাচ্ছে না।

পোখারা বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, নিহত যাত্রীদের মধ্যে ১৫ বিদেশি ছিলেন। তাদের মধ্যে ভারতের পাঁচ, রাশিয়ার চার, সাউথ কোরিয়ার দুই এবং অস্ট্রেলিয়া, ফ্রান্স, আর্জেন্টিনা ও আয়ারল্যান্ডের একজন করে নাগরিক রয়েছেন।

বিমান বিধ্বস্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close