• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তাইওয়ান ঘিরে চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের মহড়া

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২৩, ১২:০৫
আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ান ঘিরে চীনের ৫৭ যুদ্ধবিমান ও চার যুদ্ধজাহাজ মহড়া শুরু করেছে। তাইওয়ানের দাবি, এর মধ্যে ২৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। সোমবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান এক বিবৃতিতে এই মহড়ার নিন্দা জানিয়েছে। চীনের এই তৎপরতাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের এই মহড়া গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মহড়া চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, তাইওয়ান দ্বীপ নিয়ে ভূখণ্ডটির সঙ্গে চীনের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালির পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মহড়া,যুদ্ধজাহাজ,যুদ্ধবিমান,চীন,তাইওয়ান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close