• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাশিয়াকে অবমূল্যায়ন করা বিপজ্জনক হবে: ন্যাটো

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৩, ১৮:৫১
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে প্রায় বছরব্যাপী যুদ্ধের জন্য রাশিয়াকে অবমূল্যায়ন করা বিপজ্জনক হবে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। স্টলটেনবার্গ নরওয়েতে একটি ব্যবসায়িক সম্মেলনে তিনি এ কথা জানান। খবর: আল-জাজিরা।

সম্মেলনে জেনস স্টলটেনবার্গ বলেন, তারা ক্ষয়ক্ষতি এবং দুর্ভোগ সহ্য করার জন্য সম্মতি দেখিয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নিয়ে তার পরিকল্পনা ও লক্ষ্য পরিবর্তন করেছেন। তাই রাশিয়াকে অবমূল্যায়ন করা বিপজ্জনক।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধ। যার ফলে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছ, লক্ষ লক্ষ তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে এবং দেশটির বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ন্যাটো,বিপজ্জনক,রাশিয়া,অবমূল্যায়ন,জেনস স্টলটেনবার্গ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close