• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ক্ষেপণাস্ত্র হামলায় ৪শ’ রুশ সেনা মারা গেছে: ইউক্রেন

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২৩, ২১:৩৮
আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চার শতাধিক রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। তাদের হিসাবমতে, হামলায় অন্তত ৩০০ জন আহত হয়েছে।

মাকিভকা নগরীতে একটি ভবনকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে নিহতের এ সংখ্যা যাচাই করা যায়নি। অঞ্চলটির রাশিয়াপন্থি কর্তৃপক্ষ হতাহতের ঘটনা স্বীকার করেছে। তবে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়নি।

বিবিসি জানায়, ইউক্রেইনের রাজধানী কিইভে রোববার রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলাকালে বিমান হামলার আওয়াজ শোনা গেছে।

অধিকৃত দোতেৎস্কে রাশিয়া-সমর্থিত কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা দানিল বেজসোনোভ বলেন, নতুন বছর শুরুর দুই মিনিট পরই মিসাইলটি মাকিভা শহরে আঘাত হানে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, আমেরিকান এমএলআরএস হিমারস ক্ষেপণাস্ত্রটি একটি কারিগরি স্কুলে গিয়ে ধাক্কা দেয়। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে তবে সংখ্যাটি নির্দিষ্ট নয়।

রাশিয়ান কয়েকজন বিবরণদাতা ও ব্লগার এই হামলার কথা স্বীকার করেছেন। তাদের হতাহতের দাবি করা সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা কম।

রুশ উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়ভ টেলিগ্রামে লিখেছেন, অনেক ক্ষতি হয়েছে। তবে ৪০০-এর কাছাকাছি নয়। রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসন বলছে, নতুন বছরের প্রাক্কালে রাতে ওই অঞ্চলে অন্তত ২৫টি রকেট ছোড়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইউক্রেন,সেনা,ক্ষেপণাস্ত্র হামলা,রুশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close