• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

উইঘুর ইস্যুতে চীনের পক্ষে ভোট অধিকাংশ মুসলিম দেশের

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০২২, ১৩:২০
আন্তর্জাতিক ডেস্ক

উইঘুর ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে চীনের পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান-ইন্দোনেশিয়াসহ অধিকাংশ মুসলিম দেশ। এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালইয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, এটি উন্নয়নশীল দেশগুলোর বিজয়। এটি সত্য ও ন্যায়ের বিজয়।

এর আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়, জিনজিয়াং নিয়ে বেইজিংয়ের নীতিতে মানবতাবিরোধী অপরাধ হয়ে থাকতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে বিতর্কের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। জাতিসংঘ মানবাধিকার পরিষদে এ প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু আগেই তা বাতিল হয়ে যায়। পরিষদের ৪৭ সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষ ভোট দেয় ১৭টি। বিরুদ্ধে ১৯ ভোট। এতে ভোটদানে বিরত ছিলো ১১টি দেশ।

উইঘুর মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ভোট দেওয়া ১৯টি দেশের বেশির ভাগ মুসলিম দেশ। এদিকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো উইঘুর ইস্যুতে চীনের পক্ষে ভোট দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে। সূত্র: আল জাজিরা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দেশ,মুসলিম,উইঘুর,চীন,ভোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close