• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ঘূর্ণিঝড়ে পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন, অন্ধকারে কিউবা

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

কিউবার পশ্চিম প্রান্তে ঘূর্ণিঝড় ইয়ান আঘাত হানার পর পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। প্রধান বিদ্যুৎকেন্দ্রের একটি সচল করতে না পারায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিকব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়ায় পুরো দেশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দেশের এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে রয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে তিন মাত্রার হারিকেন ইয়ান আঘাত হানে কিউবায়। এতে দুজন নিহত হন। দেশজুড়ে অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়। কিউবায় আঘাত হানার পর শক্তিশালী ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে।

কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার একজন সাংবাদিকের বরাতে বিবিসি জানাচ্ছে, দেশের বৈদ্যুতিক সার্কিটগুলো পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। এ ছাড়া অ্যান্তোনিও গুতেরেস থার্মো ইলেকট্রিক বিদ্যুৎকেন্দ্রটিও সচল করা যাচ্ছে না।

অ্যান্তোনিও গুতেরেস কিউবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র। রাজধানী হাভানার ১০০ কিলোমিটার পূর্বে মাতানজাসে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটি। এটি বন্ধ থাকার অর্থ হলো বর্তমানে দ্বীপের কোথাও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, সেখানকার সময় বুধবার গভীর রাতে তিন মাত্রা থেকে চার মাত্রার হারিকেনে রূপান্তরিত হয়ে ফ্লোরিডার অঙ্গরাজ্যে পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে ইয়ান। এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ মাইল। এ অঙ্গরাজ্যের প্রায় ২৫ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর রন ডিসান্টিস। ঘূর্ণিঝড় ইয়ানের প্রভাবে ফ্লোরিডায় আকস্মিক বন্যার আশঙ্কা করছেন দেশটির আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড়,বিদ্যুৎবিচ্ছিন্ন,অন্ধকার,কিউবা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close