• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইরাকের পার্লামেন্টে সমর্থকদের হানা

প্রকাশ:  ২৮ জুলাই ২০২২, ০৯:২২
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রধানমন্ত্রী পদে মোহাম্মদ আল-সুদানির মনোনয়নের বিরোধিতা করে ইরাকের শিয়া ধর্মগুরু মুকতাদা আল সদরের সমর্থকরা বাগদাদের উচ্চ নিরাপত্তা এলাকা ভেঙে ইরাকের পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছে।

ইরাকি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যখন শত শত বিক্ষোভকারী পার্লামেন্টে প্রবেশ করে, তখন সেখানে কোনো পার্লামেন্ট সদস্য ছিলেন না।

বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ জলকামান ও কাদুনে গ্যাস ব্যবহার করলেও পার্লামেন্ট ভবনে প্রবেশ আটকাতে পারেনি।

সদরের সমর্থক বিক্ষোভকারীরা বাগদাদের সবচেয়ে সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশ করেছে। এই গ্রিন জোন বাগদাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। যেখানে বিদেশি দূতাবাস ও গুরুত্বপূর্ণ ভবন রয়েছে।

শিয়া ধর্মীয় গুরু ও রাজনীতিবিদ মুকতাদা আল সদরের রাজনৈতিক জোট অক্টোবরে দেশটির সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোটের পরের রাজনৈতিক অচলাবস্থার কারণে জোটটি ক্ষমতায় যেতে পারেনি।

ইরাকের নিরাপত্তা বাহিনী শুরুতে বিক্ষোভকারীদের গতি রোধ করেছিল, পরে তারা দেয়াল টপকে পার্লামেন্টে প্রবেশ করে।

অনেক বিক্ষোভকারীকে সেখানে গান গাইতে ও নাচতে দেখা যায়। কেউ কেউ আবার টেবিলেও শুয়ে ছবি তুলছেন।

একটি ছবিতে একজন বিক্ষোভকারীকে ইরাকি পার্লামেন্টের স্পিকারের ডেস্কে শুয়ে ভি সাইন দেখাতে দেখা গেছে।

ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

পূর্বপশ্চিম/ম

ইরাক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close