• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত ১৫

প্রকাশ:  ২৭ জুলাই ২০২২, ০৯:০১
আন্তর্জাতিক ডেস্ক

কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমাতে জাতিসংঘবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিন মঙ্গলবার অন্তত ১৫ জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী রয়েছেন।

সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরো জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৫০জন আহত হয়েছে। রয়টার্সের এক জন প্রতিনিধি দেখেছেন- জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যরা দুই বিক্ষোভকারীকে গুলি করেছেন। তারা নিহত হয়েছে। বিক্ষোভকারীরা শান্তিরক্ষীদের লক্ষ্য পাথর ছুড়ে মারে এবং জাতিসংঘের একটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

রয়টার্সের আরেকজন প্রতিনিধি জানান, কয়েকজন বিক্ষোভকারী জাতিসংঘ কর্মীদের বাড়িতে ঢুকে পড়ে। সেনাবাহিনীর পাহারায় এসব কর্মীদের অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগের দিন সোমবার গোমাতে জাতিসংঘের মনুস্কা মিশনে কয়েকশ মানুষ হামলা চালায় ও লুটপাট করে। বিক্ষোভকারীরা জাতিসংঘ শান্তিরক্ষীদের দেশত্যাগের দাবি জানায়। এর পরদিন মঙ্গলবার বিক্ষোভ আরো সহিংস হয়ে ওঠে।

ক্ষমতাসীন দলের যুব শাখার একটি গ্রুপ এই বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের অভিযোগ, মনুস্কা মিশন মিলিশিয়া সহিংসতার হাত থেকে বেসামরিকদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।

ঘটনাস্থল থেকে রয়টার্সের প্রতিনিধিরা জানান, শান্তিরক্ষীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও তাজা গুলি করেছে। বিক্ষোভকারীরা শুরুতে শান্তিপূর্ণ ছিল। কিন্তু কয়েকজন পড়ে থাকা টিয়ার গ্যাস-গ্রেনেড তুলে নিয়ে মিনুস্কা গুদামে ছুড়ে মারলে তা সহিংস হয়ে ওঠে। সূত্র: রয়টার্স।

পূর্বপশ্চিম/ম

কঙ্গো
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close