• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আসাম, মেঘালয়ে বন্যায় ৩১ জনের মৃত্যু

প্রকাশ:  ১৮ জুন ২০২২, ১২:৫১
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের প্রধান নদীগুলোর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। তিন হাজার ১০০টির বেশি গ্রামের অন্তত ১৯ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

আসাম রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নবগঠিত বাজালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এনডিটিভি

এ ছাড়া আসামে গত দুই দিনে বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে মেঘালয় প্রশাসন গত ২ দিনে ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে গণমাধ্যমকে।

বন্যাকবলিত জেলাগুলোয় প্রশাসন সতর্কতা জারি করেছে, জরুরি প্রয়োজন না হলে বা কোনও মেডিকেল বিষয়ক প্রয়োজন না হলে লোকজনকে বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানান হয়েছে।

জানা যায়, টানা তৃতীয় দিনের মতো জলাবদ্ধতার কারণে আসামের রাজধানী গুয়াহাটির বেশিরভাগ অংশ স্থবির হয়ে পড়েছে। গুয়াহাটি শহরেও বেশ কয়েকটি ভূমিধসের খবর পাওয়া গেছে এবং নুনমতি এলাকার অজন্তানগরে তিনজন আহত হয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এনজে

আসাম মেঘালয়ে,,বন্যায়,৩১ জনের মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close