• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করছে ফিনল্যান্ড

প্রকাশ:  ১৫ মে ২০২২, ১৮:১৮
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশোধের হুমকি উপেক্ষা করে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করতে যাচ্ছে ফিনল্যান্ড। রোববার (১৫ মে) দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। খবর: সিএনএন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও প্রধানমন্ত্রী সানা মারিন এক যৌথ বিবৃতিতে আবেদন করার সিদ্ধান্তের কথা জানান। তবে এটি ন্যাটোতে পাঠানোর আগে অবশ্যই সংসদে অনুমোদনের জন্য পাঠানো হবে।

এ সময় প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, আমরা আশা করছি ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে সংসদ আবেদনটির অনুমোদন দেবে। এ ব্যাপারে ন্যাটোর সঙ্গে জোরালো আলোচনা চলছে বলে জানান প্রেসিডেন্ট নিনিস্তো।

এদিকে ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে পুতিন বলেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। তবে এ অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসা হবে একটি ভুল সিদ্ধান্ত।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ফিনল্যান্ড,ন্যাটো,আবেদন,রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close