• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতে আকাশ থেকে খসে পড়া বস্তু নিয়ে জল্পনা তুঙ্গে

প্রকাশ:  ১৩ মে ২০২২, ২০:২৪
আন্তর্জাতিক ডেস্ক

ভারতে আকাশ থেকে খসে পড়া ‌‘রহস্যজনক’ বস্তু নিয়ে জল্পনা তুঙ্গে। কী এটা! ভিনগ্রহের প্রাণী? উল্কা? না কোনো স্পেস স্টেশনের অংশ? অনেকে আবার বলছেন, কৃত্রিম উপগ্রহের ভাঙা অংশ। সব মিলিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

গুজরাটের একের পর এক জায়গায় আকাশ থেকে এদিন খসে পড়ে বস্তুগুলো। কালো রঙের বলের মতো দেখতে ধাতব বস্তু। ওজনে প্রায় ৫ কেজি। বহলেজ, খামভোলাজ ও রামপুরাতে খসে পড়ে এগুলো। আর তা নিয়েই তুঙ্গে জল্পনা।

স্থানীয় গ্রামবাসীরা জানান, হঠাৎ বিকট জোরে একটা আওয়াজ শুনতে পান। তারপরই দৌঁড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন, মাটিতে কী একটা পড়ে রয়েছে! একের পর এক... সবগুলোই একে অপরের থেকে ১৫ কিলোমিটারের মধ্যে।

যদিও, এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জিনিসটি কী? তা নিয়ে শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। সূত্র: জি নিউজ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জল্পনা,বস্তু,ভারত,আকাশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close